“বিজ্ঞপ্তি”
এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দিনাজপুর জেলার মধ্য দিয়ে প্রবাহিত রেকর্ডভুক্ত ৩৪ টি নদীর সন্ধান পাওয়া গিয়েছে। রেকর্ডভুক্ত নদীর তালিকা জেলা প্রশাসন, দিনাজপুর এবং পানি উন্নয়ন বোর্ড, দিনাজপুরের ওয়েবপোর্টালে আপলোড করা আছে। সংযুক্ত নদীসমূহের তালিকায় অন্তর্ভুক্ত নদীসমূহ সম্পর্কিত অথবা জেলার মধ্য দিয়ে প্রবাহিত তালিকা বহির্ভূত কোন নদী থাকলে সে নদী সম্পর্কিত যে কোন তথ্য, মতামত/নদীর স্থানীয় নাম আগামী ১৬ মার্চ ২০২৫ খ্রিঃ তারিখের মধ্যে জেলা প্রশাসন, দিনাজপুর ও পানি উন্নয়ন বোর্ড, দিনাজপুর দপ্তরে সরাসরি অথবা দপ্তরসমূহের মেইলে (dcdinajpur@mopa.gov.bd এবং xen.dinajpurbwdb@yahoo.com) অথবা Whatsup নাম্বার-০১৩১৮-২৩৫৫৩৬ এ প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS