Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
LTM 2024-2025 Final Selection
Details

“সীমিত দরপত্র পদ্ধতিতে (LTM) ঠিকাদার/সরবরাহকারী তালিকাভূক্তির চূড়ান্ত মনোনয়নের দপ্তরাদেশ”

 

২০২৪-২০২৫ অর্থ বছরে দিনাজপুর পানি উন্নয়ন বিভাগ, বাপাউবো, দিনাজপুর দপ্তরের জন্য পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০০৮ এর আলোকে সীমিত দরপত্র পদ্ধতির (LTM) আওতায় অনধিক ৩.০০ (তিন) কোটি টাকা পর্যন্ত অভ্যন্তরীণ কার্য সম্পদানের লক্ষ্যে  অত্র দপ্তরের স্মারক নং-৪২.০১.২৭০০.১৯৪.০৭.০১৬.২৪-১১৩৭, তারিখঃ ০৭ জুলাই ২০২৪ খ্রিঃ এর মাধ্যমে ঠিকাদার/সরবরাহকারী তালিকাভূক্তির আবেদন গ্রহণ করা হয়। এনলিস্টমেন্ট কমিটির সুপারিশ এবং প্রধান প্রকৌশলী, উত্তরাঞ্চল, বাপাউবো, রংপুর মহোদয়ের অনুমোদনক্রমে নিম্নবির্ণিত ঠিকাদার/ঠিকাদারী প্রতিষ্ঠানসমূহকে শর্তসাপেক্ষে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হলো।

Publish Date
22/10/2024
Archieve Date
30/06/2025