২০২৪-২০২৫ অর্থ বছরে দিনাজপুর পানি উন্নয়ন বিভাগ, বাপাউবো, দিনাজপুর দপ্তরের জন্য পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০০৮ এর আলোকে সীমিত দরপত্র পদ্ধতির (LTM) আওতায় অনধিক ৩.০০ (তিন) কোটি টাকা পর্যন্ত অভ্যন্তরীণ কার্য সম্পদানের লক্ষ্যে তত্ত্বাবধায়ক প্রকৌশলী, কন্ট্রাক্ট এন্ড প্রকিউরমেন্ট সেল, বাপাউবো, ঢাকার স্মারক নং-৪২.০১.০০০.০০৫.২২.০০৩.১৫.১৩৪, তারিখঃ ২০-০৭-২০২০ খ্রিঃ এর প্রেক্ষিতে অত্র দপ্তরের স্মারক নং-৪২.০১.২৭০০.১৯৪.০৭.০১৬.২৪-১১৩৭, তারিখঃ ০৭ জুলাই ২০২৪ খ্রিঃ এর মাধ্যমে ঠিকাদার/সরবরাহকারী তালিকাভূক্তির আবেদন গ্রহণ করা হয়। এনলিস্টমেন্ট কমিটির সুপারিশ এবং প্রধান প্রকৌশলী, উত্তরাঞ্চল, বাপাউবো, রংপুর মহোদয়ের অনুমোদনক্রমে নিম্নবির্ণিত ঠিকাদার/ঠিকাদারী প্রতিষ্ঠানসমূহকে শর্তসাপেক্ষে নবায়ন করা হলো।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS